বৃহস্পতিবার ২১ জুলাই ২০২২ - ১৩:৩০
ডঃ শাহরিয়ারি

হাওজা / ডঃ শাহরিয়ারি স্পষ্ট করে বলেছেন, আমরা সবাই কুর্দিস্তানে একত্রিত হয়ে আবারো বিশ্ববাসীর কাছে ইসলামি বিশ্বের ঐক্যের বার্তা পৌঁছে দিচ্ছি এবং আজ বিশ্ব একটি আন্তর্জাতিক ব্যবস্থার দ্বারপ্রান্তে।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, আজ দুপুরে সানন্দাজে ইসলামী ঐক্যের প্রথম আঞ্চলিক সম্মেলনে হুজ্জাতুল ইসলাম ডক্টর হামিদ শাহরিয়ারি বলেন, ঐক্যের বিষয়টি নিয়ে আমরা এ পর্যন্ত বহু সম্মেলন করেছি এবং তা অব্যাহত রাখতে হবে। একই সঙ্গে শত্রুরা যে কোনো উপায়ে মুসলমানদের মধ্যে অনুপ্রবেশ ও বিভেদ সৃষ্টির পরিকল্পনার পুনরাবৃত্তি করছে।

ডঃ শাহরিয়ারি স্পষ্ট করে বলেছেন, আজকে আমরা সবাই কুর্দিস্তানে একত্রিত হয়ে আবারো বিশ্ববাসীর কাছে ইসলামি বিশ্বের ঐক্যের বার্তা পৌঁছে দিচ্ছি এবং আজ বিশ্ব একটি আন্তর্জাতিক ব্যবস্থার দ্বারপ্রান্তে।

তিনি বলেন, আজ আমেরিকার একতরফাতাবাদ এবং ন্যাটো সংহতির সাথে উদারনৈতিক মূল্যবোধ ভেঙ্গে পড়ছে, যা ইরান, ইরাক ও সিরিয়া তিন দেশের সহযোগিতায় আইএসআইএসের পিঠ ভাঙার মধ্য দিয়ে শুরু হয়েছে।

আমাদের দেশের সীমানা থেকে ত্রিশ কিলোমিটার পর্যন্ত শত্রুরা আইএসআইএস প্রতিষ্ঠা করলেও ইরান, ইরাক ও সিরিয়ার দেশগুলোর মধ্যে সহযোগিতা ও ঐক্য এবং শহীদদের নিরাপত্তা প্রধান হাজ কাসিম সোলেমানি ও আবু মাহদির সার্বক্ষণিক প্রচেষ্টা তাদেরকে সফল হতে দেয় নি।

হুজ্জাতুল ইসলাম শাহরিয়ারি বলেন, এই শীর্ষ সম্মেলনের তৃতীয় বার্তা হল আমাদের দেশ ইসলামী ঐক্য সৃষ্টির লক্ষ্যে এ অঞ্চলের দেশগুলোর প্রতি সহযোগিতা ও বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়।

তিনি আরো বলেন, ধর্মীয় আলেম এবং আঞ্চলিক অভিজাত হিসেবে, একটি ঐক্যবদ্ধ ইসলামী জাতি এবং একটি নতুন ইসলামী সভ্যতা প্রতিষ্ঠায় আপনার অগ্রণী ভূমিকা রয়েছে।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha